নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে রাঙামাটি। বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সামনে এই কর্মসূচি পালন করে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ (মামুন), সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম (সাকিল), জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নূরনবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মদ সাব্বির।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ (মামুন) বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই সরকার ভয় পায় বলে মিথ্যা মামলা দিয়ে আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এই সরকার আদালতকে বিএনপি’র ওপর নানা ভাবে ব্যবহার করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে বে-আইনিভাবে অন্যায়ভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই যে সাজা দেওয়া হয়েছে, ইতোমধ্যে জনগণ কিন্তু তার প্রতিবাদ করেছে।
এই রায়ের প্রতিবাদে দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে জেলা বিএনপি।
উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৩ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এসব কাজে বিভিন্ন সময় তারেককে সহযোগিতা করার দায়ে তার স্ত্রীকে কারাদন্ড দেয়া হয়েছে।