বিশেষ প্রতিবেদক, বান্দরবান ।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া দুটি মর্টারশেলের অবিস্ফোরিত গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সেনা বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা সীমান্তের নোয়াপাড়া এলাকায় একটি মর্টারশেলের গোলা রামু সেনানিবাস থেকে আসা সেনা বোমা বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করেছে।
অপরদিকে শুক্রবার বিকালে মিয়ানমার সীমান্তের তুমব্রু বাজারের পাশ্ববর্তী এলাকায় রাস্তার কাছে আরো একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয়রা অবিস্ফোরিত গোলাটি দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ঘটনাস্থলের আশপাশে মানুষের চলাচল সীমিত করে দেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম, জানে আলম বলেন, সীমান্তবর্তী তুমব্রু বাজারপাড়ার বাসা থেকে বাজারে যাবার পথে অবিস্ফোরিত মর্টারশেলের গোলাটি দেখতে পান। তাৎক্ষণিক বিজিবিকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানটি জনসাধারণের চলাচল সীমিত করে দেন।
তবে তাৎক্ষনিক গোলাটি নিস্ক্রিয় করা হয়নি।
স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মাদ ভুট্টো বলেন, সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে উঠেছে। তবে সীমান্তবাসীদের আতঙ্ক কাটেনি এখনো। সীমান্তের ওপারে আজও মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মর্টারশেলের অবিস্ফোরিত ২টি গোলা পাওয়া গেছে সীমান্ত এলাকায়। সেনা বিশেষজ্ঞ দল একটি নিস্ক্রিয় করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সীমান্ত পরিস্থিতি মোটামুটি এখন শান্ত। তবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা পড়ে থাকার খবরে শঙ্কা কাটছেনা সীমান্তবাসীর। ইতিমধ্যে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যাওয়া সীমান্ত অঞ্চলের মানুষজন ফিরেছে ঘরবাড়িতে।