কাইমুল ইসলাম ছোটন
রাঙামাটি জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন শুরু হবে সকাল ১০ টায়। জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে সকাল থেকে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করছেন অনুষ্ঠান স্থলে। আস্তে আস্তে বাড়ছে গরমের পরিমাণ। তখন সবার নজর কাটছে তৃণমূল নেতাকর্মীদের শরবত বিতরণ নামে একটি স্টল। সেখানে ভীড় বাড়ছে মানুষের। এমন ব্যতিক্রম ধর্মী আয়োজন করে চমক দেখিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ নেতারা। ব্যতিক্রমী এই উদ্যোগটি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে জেলার প্রত্যন্ত এলাকা থেকে সম্মেলনে যোগ দিতে আসা নেতাকর্মীদের। সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করতেও দেখা গেছেন অনেককে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনিস্টিউট প্রাঙ্গণে রাঙামাটি জেলা আ’লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগত নেতাকর্মীদের জন্য এমন এক স্টল দিয়েছেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগ।
সরেজমিনে দেখা যায়, প্রচন্ড তাপদাহ বাড়লে নেতাকর্মীদের ভীড় বাড়তে থাকে এই স্টলে। সেখানে লেবুর শরবত বানিয়ে দিচ্ছেন কয়েকজন যুবক। সাড়া পেয়ে তারাও অনেক খুশী। স্টলে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের আপ্যায়ন করতে দেখা যায়। তাদের ব্যতিক্রম কাজের প্রশংসা করছেন সবাই। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহানকে দেখা গেছে পুরো আয়োজনে নেতৃত্ব দিতে।
কথা হয় দুর্গম এলাকা থেকে আসা কয়েকজন সাথে। তারা বলেন, গরমে পানির পিপাসা লেগে ছিল। শরবত খেয়ে এখন পানির তৃষ্ণা নিবারণ হয়েছে। এমন উদ্যোগের প্রশংসা করেন তারা।
সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা তপু দেওয়ানজি বলেন, সমাবেশ স্থলে আসা নেতাকর্মীদের পানির পিপাসা লাগলে এদিক-ওদিক ছুটতে হবে। তাই তাদের জন্য আমাদের এই আয়োজন।
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম জানান, দূরদূরান্ত থেকে সম্মেলনে যোগ দিতে আসা নেতাকর্মীদের কিছুটা স্বস্তি দিতে এবং তাদের তৃষ্ণা মিটানোর জন্যই আমাদের এই আয়োজন। এখন পর্যন্ত ৫ হাজার নেতাকর্মী শরবত খেয়েছেন। এমন কর্মকান্ড সামনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।