নিজস্ব প্রতিবেদক ॥
রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার শহরের বনরূপা, কোর্ট বিল্ডিং, কাঁঠালতলী এবং পৌরসভা এলাকায় দিনব্যাপী পথচারীদের মাঝে বিনামূল্যে এই শরবত বিতরণ করা হয়।
প্রচন্ড তাপদাহে রোটার্যাক্ট ক্লাব অফ রাঙামাটি’র শরবত বিতরণে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি মিলেছে বলে জানান পথচারী ও বিভিন্ন কর্মজীবী মানুষ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের অতীত সভাপতি রোটার্যাক্টর মোহাম্মদ ইহসাক, সভাপতি রোটার্যাক্টর আলী হোসেন, ইলেক্ট সভাপতি রোটার্যাক্টর নাজমা আক্তার, ক্লাস সচিব রোটার্যাক্টর সাইফুল হাসান, ক্লাব সমাজ সেবা অফিসার রোটার্যাক্টর সাইফুল ইসলাম, প্রজেক্ট চেয়ারম্যান রোটার্যাক্টর আবু শাহরিয়ার আদনান এবং ক্লাব সার্জেন্ট রোটার্যাক্টর তরিকুল ইসলাম আনান।
এসময় ক্লাব সভাপতি রোটার্যাক্টর মোঃ আলী হোসেন বলেন, পথচারী ও বিভিন্ন দিনমজুরদের এই তাপদাহে কিছুটা স্বস্তি দিতে এবং তাদের তৃষ্ণা মিটানোর জন্যই আমাদের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের জন্য কাজ করতে। আমাদের এ কর্মকান্ড সামনেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।