রোটার্যাক্ট ক্লাবের বৃক্ষ রোপণ কর্মসূচী পালন
“ত্রিশে ত্রিশ, ভালোবাসার ছায়া অহর্নিশ” শ্লোগানে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির ৩০তম প্রেসিডেন্ট ইয়ার ২০২৪-২৫ সূচনা উপলক্ষ্যে ৩০টি বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির ৩০তম প্রেসিডেন্ট রো. সাইফুল উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট রো. ফরিদা ইয়াসমিন পান্না, জয়েন্ট সেক্রেটারি রো. তারিকুল ইসলাম আনান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. ইকবাল খন্দকার তানভির।