থানচি প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার বলি বাজার ও থানচি বাজারে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তদন্ত কমিটির সদস্যরা দুই বাজার ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাঃ আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) সেতু কুমার বড়ুয়া, থানচি সদর ইউনিয়ন চেয়ারম্যান অংপ্রু ম্রো, থানচি থানার উপপরিদর্শক এসআই ইয়াছিন আরাফাত, ফায়ার সার্ভিসের সিভির ডিফেন্স ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহম্মদ, থানচি বাজার পরিচালনা কমিটি সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিজিবি প্রতিনিধিসহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তদন্ত কমিটি প্রধান মুহা: আবুল মনসুর সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে।