থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা ও তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তপূর্বক বিচার দাবি করা হয়েছে। বুধবার উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে বৈষম্য বিরোধী আদিবাসী ছাত্র ও যুব সমাজ এবং থানচি সাধারণ জনগণের উদ্যোগে এক মানববন্ধনে এই অভিযোগ তুলেন বক্তারা।
মানববন্ধনের বক্তারা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা এবং উপজেলার (রেমাক্রী, তিন্দু, থানচি সদর ইউনিয়ন) তিন ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান অংপ্রু ¤্রাে, মুইশৈথুই মারমা রনি ও ভাগ্য চন্দ্র ত্রিপুরা বিভিন্ন উপায়ে দুর্নীতি করেছেন। সরকারি বিভিন্ন অনুদান সোলার, সরকারি ঘর, ভিজিডি চালের কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানগণ অনৈতিকভাবে সাধারণ জনগণ থেকে অর্থ হাতিয়ে নেন। উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দকৃত অর্থ ব্যাপক হারে আত্মসাৎ এবং বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সরকারের বরাদ্দকৃত যে চাল দেওয়া হয় বিশেষ করে গির্জা ও বৌদ্ধ বিহারে তা সঠিকভাবে পায় না, চেয়ারম্যানরা এসকল বরাদ্দ অধিকাংশ আত্মসাৎ করে বলে জানানো হয়। এসময় দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের জন্য চেয়ারম্যানদের বিচার দাবি করা হয়।
মানববন্ধনের বৈষম্য বিরোধী আদিবাসী ছাত্র সমাজের সমন্বয়ক অংগ্য মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার প্রধান সমন্বয়ক মংমে মারমা, সমন্বয়ক উক্যবো মারমা, সমন্বয়া রেংহাই ¤্রাে, যোগিরান পাড়ার প্রধান হানারাং ত্রিপুরা কারবারী, সূর্য কুমার ত্রিপুরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।