থানচি প্রতিনিধি ॥
বান্দরবান জেলার থানচিতে তিনদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল তিনদিনের এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
শনিবার সকালে উপজেলা সদরের প্রধান ফটকের সামনে থেকে বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খান পিএসসি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে থানচি বাজার, সাঙ্গু সেতু, বাস স্টেশন, সোনালী ব্যাংক চত্ত্বর, সাঙ্গু নদীর ঘাট, ম্রো বাজার, তথ্য সেবা কেন্দ্রসহ রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা-অবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন। ময়লা-অবর্জনাগুলো ডাস্টবিনে নিয়ে নির্ধারিত স্থানের আগুনে পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের উপস্থিতিতে সমন্বিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি। এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানার এসআই মোঃ তৌফিক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, মো. জসিম উদ্দিন।
বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের তত্ত্বাবধানের দুই শতাধিক টি-শার্ট, ১০টি ডাস্টবিন, ৫০টি ঝাড়ু, মাস্ক, হাতের মৌজা বিতরণ করা হয়।