থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলা সদরে দুর্গম ৬নং ওয়ার্ডে ইয়াংরেসে পাড়া সাঙ্গু নদীর ঘাটে বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) উদ্যোগে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন উপজেলার প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা।
বলিপাড়া নারী কল্যান সমিতি(বিএনকেএস)’র থানচি উপজেলা দরিদ্র গ্রামবাসীর জন্য আর্থ- সামাজিক উন্নয়ন প্রকল্পের আয়োজন করেন। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেট (বিএসআরএম) অর্থায়নের মানবতার সেবার অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্যে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা ক্যাম্পের ইয়াংরেসে পাড়া, নিয়াবুট পাড়া, কংক্লাই পাড়া, রইহিন ¤্রাে পাড়া, নিলট পাড়াসহ প্রায় ১০টি গ্রামে দেড় শতাধিক জটিল ও সাধারণ রোগী নর- নারী শিশু -কিশোর প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সব রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে বলিপাড়া পরিবার ও স্বাস্থ্য পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার মেথোয়াই মারমা, বিএনকেএস’র প্যারামেডিকস উবাথোয়াই মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সেবা গ্রহীদের সহযোগিতা ছিলেন বিএনকেএস’র উপ-পরিচালক উবানু মারমা, প্রকল্প ব্যবস্থাপক ভাননুনসিয়াম বম, প্রকল্প পরিবেক্ষণ ও মূল্যায়ন স্পেশালিস্ট সাগ্যহ্লা চাক, ইয়াংরেসে পাড়ার প্রধান প্রুসাচিং কারবারী, রেংহিন ¤্রাে পাড়া প্রধান মাংপুন ম্রো কারবারী বক্তব্য রাখেন।