থানচি প্রতিনিধি
শিক্ষার্থীদের রঙ-তুলির ছোঁয়ায় নতুন করে সেজে উঠছে বান্দরবানের থানচি উপজেলার দেয়ালগুলো। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উদ্যোগে থানচি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে চিত্রাঙ্কন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার। রোদে এক হাতে রঙয়ের কোটা, অন্যহাতে তুলি। চোখে-মুখে উচ্ছ¡াস শিক্ষার্থীদের। অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নীল, হলুদসহ নানা রঙে জল তুলির আঁচড়ে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি, আবার কেউ কেউ একে অপরকে পান করাচ্ছেন পানি। আবার কেউ কেউ গীটার নিয়ে গেয়েছেন প্রতিবাদী গানের সুর। অনেকেই আবার দেখিয়ে দিচ্ছেন কোথায় কি রং, কোন ক্যালিওগ্রাফি করবেন। সবার চোখেমুখেই যেন ছিল বিজয়ের হাসি।
ডা: মংসিংশৈ মারমা, অংসিং মারমা, অংসাজাই মারমা শিক্ষার্থীরা বলেন, সারা দেশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে থানচিতে ও আমরা দেয়াল লেখনের কাজ করছি। এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের ওপর যে নির্যাতন করা হচ্ছে সেই বিষয় ফুটিয়ে তোলা হচ্ছে। সারা দেশের মধ্যে থানচি উপজেলা একটি প্রত্যন্ত ও দুর্গম উপজেলা। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে স্থানীয় অধিবাসীদের নিপীড়ন বঞ্চনা কথাগুলো বিশেষ নজর দেয়া জোর দাবি জানাই।