অনুপম মারমা, থানচি
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে বান্দরবান জেলার থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া করেন সরকারি এবং বেসরকারি দফতরের কর্মকর্তারা সহ বীর মুক্তিযোদ্ধারা। শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনির, স্মৃতিচারণ,মিলাদ মাহফিল,আলোচনা সভা, বৃক্ষ রোপন, অসহায় যুবকদের অনুদানের চেক বিতরন, অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হল রুমে জীবনির, স্মৃতিচারণ,মিল্লাদ মাহফিল,আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা:আবুল মনসুর সভাপতিত্ব করেন।
উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুল জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মো: ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজহেদ হোসেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সমবায় কর্মকর্তা নূর মোহাম্মদ,প্রথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনসহ উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীরা অংশ নেন।
আলোচনা শেষে বিভিন্ন পেশাজীবীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন উপজেলা প্রশাসন।