থানচি প্রতিনিধি ॥
ভারী বর্ষণ ও টানা চার দিনব্যাপী বৃষ্টির কারণে সাঙ্গু নদীর পানির বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলা সদর হতে অপর দুর্গম দুই ইউনিয়ন যোগাযোগ বিছিন্ন হয়েছে। শুক্রবার সকাল হতে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিৎ করেন।
জানা যায়, স্বাধীনতা আগে বা পরে থানচি সদর হতে দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের যাতায়াতে এক মাত্র মাধ্যম সাঙ্গু নদী বা নৌপথ। ২০০৯ সালে থানচি হতে লিটক্রে পর্যন্ত প্রায় ৮০ কিলো সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। অপর দিকে থানচি আলিকদম সড়কের (ক্রাউডং) ডিমপাহাড় এলাকা হতে তিন্দু গ্রোপিং পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ করা হলেও উঁচু নিচু পাহাড়ি পথ বেঁয়ে হালকা মোটর সাইকেল চলাচলের বর্ষাকালীন সময় ভয় পায়। সর্বোপরি নৌপথ এক মাত্র অবলম্বন।
টানা বর্ষণের কারণে সাঙ্গু নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ায় নৌপথে চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে টানা ভরর্ষণে পানি গতিবেধ প্রবাহ বৃদ্ধির কারণে দুই ইউনিয়নের কেউ থানচি উপজেলা সদরে যাতায়াত করতে পারছে না।
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, আমি উপজেলা সদরে অবস্থান করছি। শুক্রবার সকালে ৩নং ওয়ার্ডে মেম্বার খ্যাইসাপ্রু মারমা ও ৯নং ওয়ার্ডের মেম্বার গান্ডিজয় ত্রিপুরা উঁচু পাহাড় থেকে মুঠোফোনে জানিয়েছেন, টানা বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় থানচি সদরে যাতায়াত করার সম্ভব হচ্ছে না।