থানচি প্রতিনিধি
বান্দরবানে থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকার কুকি-চিন সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ছেড়ে দীর্ঘ নয় মাস পর পুনরায় নিজ বাড়িতে ফিরে আসা গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে বাকলাই সেনা ক্যাম্প। শতাধিক বম পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ, নতুন ঘর নির্মাণের প্রয়োজনীয় ঢেউটিন ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার প্রাতা বম পাড়া প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান সেনা রিজিয়নের তত্ত¡াবধানের ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালনায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন বাকলাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন। এসময় থানচি উপজেলার সেরকর বম পাড়া, সিংত্লাংপি পাড়া, থাংদয় বম পাড়া, প্রাতা বম পাড়া, রুমা উপজেলা বাসিন্দা বাকলাই বম পাড়া ও দুলিচাং ম্রো পাড়া শতাধিক নর নারী এই কর্মসূচিতে অংশ নেয়। এ ছাড়া দুলিচাং ¤্রাে পাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের জন্য সাড়ে সাত বান ঢেউটিন প্রদান করে।
প্রধান অতিথি সালমান মেহেদী অংকন বলেন, ২০২২ সালে অক্টোবর মাসের কুকিচিং সন্ত্রাস কর্মকান্ডে কারণে কয়েকটি গ্রামে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ ৯ মাস পর ২০২৩ সালে নভেম্বর মাসের সেনা সহায়তা স্বাভাবিক জীবনের ফিরে আসে ঐসব পরিবার। এ অঞ্চলের আইনশৃংঙ্খলার পরিস্থিতির এবং স্ব-হ অবস্থানের রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছি।
সহায়তা পেয়ে বাকলাই বম পাড়া প্রধান রোয়ালরেম বম সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে।
শীত বস্ত্র বিতরণকালে ওয়ারেন্ট অফিসার আবদাল সাহেব, দুলিচান পাড়ার প্রধান পারিং ম্রো, সিংত্লাংপি পাড়ার কারবারী কোয়ারখার বম, বাকলাই পাড়ার প্রধান রোয়ালরেম বম, প্রাতা পাড়ার প্রধান রনি বম উপস্থিত ছিলেন।