থানচি প্রতিনিধি ॥
পার্বত্য জেলা বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পর্যটন শিল্প বিকাশ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্যের সেবা উন্নয়নসহ সরকারের উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের সমাজের সকল স্তরের নেতৃবৃন্দদের এগিয়ে আসতে হবে। বুধবার দুপুর দেড়টা থানচি উপজেলা পরিষদের হল রুমে এক মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
থানচি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের মিলনায়তনের মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান সদর দপ্তর ( বিজিবি) এর সহকারী পরিচাল (এডি) মুন্সি ইমদাদুল রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ ইমদাদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমদাদুল হক।