থানচি প্রতিনিধি
দশদিন চিকিৎসার পর বন থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া শকুনটিকে গভীর বনেই অবমুক্ত করা হলো। বান্দরবানের থানচি রেঞ্জের তত্ত¡াবধানের ১০দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বুধবার বিকালে বিপন্ন শকুনকে পর্যটন এলাকার তমাতুঙ্গি’র গভীর বনের অবমুক্ত করল প্রশাসন। বিরল প্রজাতি শকুনটি দুই পাকা গজিয়ে উড়াল দিল গভীর বনাঞ্চলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, বনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃ কোলে সুতারাং আজ থেকে এ শকুনটিকে গভীর বনাঞ্চলের অবমুক্ত করে মুক্ত করা হইল। এ বিরল প্রজাতির শকুনটি এশীয় প্রজাতির এবং বাংলা শকুন নামে পরিচিত। পরিবেশ প্রকৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইইউসিএন বিশ্বের মহা বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
বন বিভাগের থানচি রেজ্ঞের রেজ্ঞ কর্মকর্তা তৌহিদুল রহমান তগর জানান, গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দুর্গম মায়ানমার সীমান্তে বড় মদক এলাকার রেমাক্রী ইউপি সাবেক মেম্বার লালপিয়াম বম অসুস্থ অবস্থায় বনের পড়ে থাকায় বিরল প্রজাতির সাথী হারা একা অবস্থা অসুস্থ শকুনকে উদ্ধার করে থানচি থানায় সোপর্দ করে। একই দিনের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জসিম উদ্দিন বন বিভাগের নিকট হস্তান্তর করেন। বন বিভাগের তত্ত¡াবধানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সু- চিকিৎসা এবং শকুনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী খাওয়ানো হয়েছে।
শকুনের অবমুক্ত করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, থানচি রেঞ্জের ফরেস্ট গার্ড মৃনাল কান্তি ভাওয়াল, প্লান্টিশন বাগান মালিক মো: মোবারক হোসেন উপস্থিত ছিলেন।