স্বেচ্ছাসেবী সংগঠন ‘দারিদ্রতা আমরা করবো জয়’ এর উদ্যোগে এবং ‘প্রিয় রাঙামাটি’ এর সহযোগিতায় রাঙামাটিতে ৫৫ হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রোববার বিকেলে শহরের বিভিন্ন এলাকার লোকজনের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শহরের মাঝেরবস্তী এলাকার প্রাক্তন পৌর কাউন্সিলর প্রয়াত কৃষ্ণ কান্ত দে’র বাসায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ সোলাইমান চৌধুরী, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে, স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্রতা আমরা করবো জয় এর এডমিন বাবলা বড়ুয়া বাপ্পি, এডমিন টিটু দে’র মাতা অনিমা দে, প্রিয় রাঙামাটি সংগঠনের সদস্য মোঃ শাহাদাত, মোঃ আকবর হোসেন, মোঃ মহিউদ্দিন, তানিয়া আক্তার, ফজিলাতুনন্নেসা, আনোয়ার হোসেন, সাবিনা ইয়াসমিনসহ সংগঠনের অন্যন্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।