দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আওয়ামীলীগ এবং উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্থ দোকান ঘর নির্মানকাজ শুরু করার জন্য ৫৪ দোকানের মালিকের প্রত্যেককে এক বান্ডেল করে ঢেউটিন দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৭হাজার টাকা করে দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সাড়ে ১১ টায় দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন হোটেল একতা ইনের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিউটন মহাজন, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি প্রমূখ উপস্থিত ছিলেন। হাজী মোহাম্মদ কাশেম বলেন, আওয়ামী লীগ ইতিপূর্বেও সংকটে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।আওয়ামীলীগের এমন সহযোগিতা অব্যাহত থাকবে।
এরআগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানির মাঝে ৭হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৭১ হাজার টাকা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।