দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে অগ্নিকা-ে পুড়েছে ৬০ দোকান। বুধবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সকাল ১১টার সময়েও ফায়ার সার্ভিস কর্মীদের দেখা যায় পুড়তে থাকা ঘরের আগুন সম্পূর্ন নেভাতে পানি দিচ্ছিলেন।
দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, রাত ১টার দিকে দোকানে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আরও দমকল কর্মী এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।
সুদীপ্তা ষ্টোরের মালিক অপরুপ চাকমা বলেন, রাতে দোকান বন্ধ করে সবাই নিজ নিজ বাসায় চলে যায়। মধ্যরাতে দোকানে আগুন লেগেছে এমন সংবাদ পেলে দোকানে পৌঁছাতে পৌঁছাতে বাজারে আগুন ছড়িয়ে পরে। কেউ কোন মালামাল বের করতে পারেননি।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরনবী জানান, দুই ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।