নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে আওয়ামী সরকারের আমলে অনেক ইউপিডিএফ নেতা-কর্মীকে আটক করা হয়েছে দাবি করে তাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসীত)।
বুধবার ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যেগে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের বাঘাইছড়ি দুঅর থেকে মিছিল শুরু করে বাবুছড়া কলেজ পাড়া হয়ে নোয়াপাড়ায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে নোয়াপাড়ায় সমাবেশে মিলিত হয়। ইউপিডিএফের সংগঠক সজীব চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপত্বি করেন ইউপিডিএফ নেতা চন্দন চাকমা। সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক প্রসাদ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনরে সদস্য মেনাকি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ সদস্য রিকন চাকমা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ৫ আগষ্ট হাসিনা সরকারের উচ্ছেদ হওয়ার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচারী শাসনমুক্ত হয়। স্বৈরাচারী শাসনামলে আওয়ামী মতের বিরোধীদের রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কারাবন্দি করা হয়। একইভাবে কারাবন্দি করা হয়েছে পাহাড়ের সংগঠন ইউপিডিএফ এর অনেক নেতা-কর্মীদের। কিন্তু সমতল এলাকার সেসব নেতারা মুক্তি পেতে শুরু করলেও পাহাড়ের সংগঠনের নেতা-কর্মীরা এখনো মুক্তি পাচ্ছে না। ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ নেতা কুনেন্টু চাকমাসহ এখনো অনেকেই জেলবন্দি হয়ে আছেন। এসব নেতাদের মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এছাড়া খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্দরবানের নাইক্ষংছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ এবং রাঙামাটির বনরূপায় পাহাড়ি শিশুকে ধর্ষণ চেষ্টাসহ পাহাড়ে সকল ধর্ষণ ও ধর্ষণচেষ্টার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার পূর্বক বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানান সমাবেশের বক্তারা।