নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
চাকুরীতে ঘুষ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এছাড়া পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠন করতে হবে। দীঘিনালায় এমএন লারমার জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত সভায় উপরোক্ত দাবি জানান বক্তারা। রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৫তম জন্মদিন পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বাণিজ্য ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনসংহতি সমিতির (এমএন লারমা), পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপি’র দীঘিনালা থানা শাখার সভাপতি বিবেক চাকমা। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডায়না চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসএস (এম এন লারমা) দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা, দীঘিনালা থানা শাখার যুব সমিতির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা, দীঘিনালা হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক সাগরিকা চাকমা।
এসময় বক্তারা আরো বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়িদের অধিকারের কথা বলেননি। তিনি নিপীড়িত মানুষের কথা বলেছেন। তরুণ প্রজন্মকে এমএন লারমার জীবনী পাঠ করে তার আদর্শে নিজেদের পরিচালিত করতে হবে। পার্বত্য জুম্ম জাতি ভ্রাতৃগাতি সংঘাত থেকে বেরিয়ে এসে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়।