নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক সংগঠক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কবাখালি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কাঙ্গারীমাছড়া এলাকায়। নিহত জুনেল চাকমা (৩১) উপজেলার দীঘিনালা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আমতলি এলাকার তপ্তরঞ্জন চাকমার ছেলে।
ইউপিডিএফ দীঘিনালা উপজেলা শাখার সংগঠক সজীব চাকমা তাদের সংগঠনের কর্মী জুনেল চাকমাকে জানান, জুনেল ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক কর্মী ছিলেন। সম্প্রতি তিনি মুল সংগঠনের সাথে যুক্ত হয়ে বর্তমানে ঘটনাস্থল তারাবুনিয়া অঞ্চলে দলের সংগঠকের দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় তিনি শিক্ষক ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ সংগঠন জেএসএস (এম এন লারমা) এবং ইউপিডিএফকে (গণতান্ত্রীক) দায়ী করেছেন।
তবে জেএসএস (এমএন লারমা) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা বলেন, ‘মারামারিতে লিপ্ত ইউপিডিএফ (প্রসিত) এবং জেএসএস (সন্তু) পক্ষ। আমাদের সংগঠন কোনও মারামারিতে বিশ^াস করে না এবং এসব ঘটনায় জড়িতও হয় না।’
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অংগ্য মারমা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আজ ভোররাত ৪টার সময় মুখোশ ও সংস্কারবাদী (জেএসএস)-এর ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হাঙেরিমা ছড়া গ্রামে (শান্তি বিকাশ কার্বারী পাড়া) গিয়ে ইউপিডিএফ সদস্য জুনেল চাকমাকে (৩১) গুলি করে হত্যা করে। এ সময় তিনি সাংগঠনিক কাজ শেষে ললিত চাকমা নামে একজনের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন’।
হত্যার শিকার হওয়া জুনেল চাকমা দীঘিনালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। তিনি কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন।
জুনেল চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা দীঘিনালা সদরের দিকে চলে যায় বলে গ্রামবাসীদের বরাত দিয়ে অংগ্য মারমা বলেন, সন্ত্রাসীদের মধ্যে মুখোশ সন্ত্রাসী ক্লিনটন চাকমা এবং সংস্কারবাদী সন্ত্রাসী চিক্কো ও শান্তি চাকমাকে গ্রামবাসীরা চিনতে পেরেছেন।
বিবৃতিতে অংগ্য মারমা পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহল তাদের সৃষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যা করছে বলে অভিযোগ করেন। তিনি উক্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। (বিজ্ঞপ্তি)