দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় গোসল করতে গিয়ে ছড়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল (সোমবার) উপজেলার কবাখালি ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়াতে।
নিহত সুমাইয়া আক্তার মারিয়া (৯) জয়কুমার কার্বারী পাড়ার মো. বিল্লাল হোসেনের মেয়ে এবং কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের দাদা মো. খোকন মিয়া জানান, বিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বাড়িতে আসে মারিয়া। এর পর বান্ধবীদের সাথে ছড়ায় গোসল করতে যায়। একসময় বান্ধবীরা ফিরে আসলেও মারিয়াফিরে না আসায় ছড়ায় গিয়ে খোঁজ তার অবচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে মারিয়ার বাড়িতে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. লুৎফুর নাহার শারমিন। তিনি নিহতের পরিবারকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন।