দীঘিনালা প্রতিনিধি ॥
জেলার দীঘিনালায় মহান মে দিবসে সোমবার দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তোলে দিয়েছে ছাত্রলীগ। এতে উপকৃত হয়ে ছাত্রলীগের এমন কাজে খুশি হয়েছেন উপজেলার মেরুং ইউনিয়নের বড়মেরুং এলাকার কৃষক শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম জানান, বর্তমানে কাজের মৌসূম হওয়ায় এলাকায় শ্রমিক সংকট রয়েছে। তাছাড়া ধান কাটা শুরু হয়েছে প্রায় সকলের একসাথে। এ কারণেও শ্রমিক মিলানো দুঃসাধ্য হয়ে পরেছে। শ্রমিক সংগ্রহ করতে পারলেও শ্রমিকের মজুরী অনেক বেশি। এমন সময় ছাত্রলীগ প্রায় ৪০শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এতে তিনি অনেক উপকৃত হয়েছেন। এমন কাজের কারণে তিনি ক্ষমতাসিন দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ধান কাটায় অংশগ্রহণকারী সকলেই কলেজ ছাত্রলীগের সদস্য। কলেজ ছাত্রলীগের রবিউল ইসলাম এবং ইমনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন ১৫জন কর্মী। রবিউল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায়, জেলা ছাত্রলীগের পরামর্শে এবং উপজেলা ছাত্রলীগের তত্বাবধানে তাঁরা কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। শ্রমিক সংকট এবং দরিদ্র কৃষকের খোঁজ পেলে তাদের এধরনের কাজ অব্যাহত থাকবে।