দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে ঘুমের মধ্যে মা ও আট বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। সেসময় বজ্রপাতের অিগ্নকান্ডের কারণে তাদের ঘরটিও সম্পূর্ন পুড়ে যায় এবং নিহতদের লাশও পুড়ে কয়লা হয়।
ঘটনাটি রবিবার ভোররাত ৫টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থানপাড়া এলাকায়। নিহত হাসিনা বেগম (৩০) শান্তি সার্ভিসের বাস চালক সাদেক আলীর স্ত্রী এবং তার শিশুপুত্র হানিফ মিয়া (০৮)। সাদেক আলী জানান, ঘটনার রাতে তিনি ঢাকা থেকে খাগড়াছড়ি ফিরছিলেন। সকালে খবর পেয়ে বাড়ি আসেন।
পার্শ্ববর্তী প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে বিদ্যুৎ চমকানের আলো দেখার পর পর সে ঘরে আগুন জ্বলতে দেখা যায়, একই সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এর পর আশপাশের ঘুমন্ত মানুষ জাগার পর সে বাড়িতে গিয়ে আর কিছু রক্ষা করা সম্ভব হয়নি। পাশ্ববর্তী মো. আজিজ (৫০) জানান, প্রথমে সে বাড়িতে গিয়ে তাদের বড় ছেলে হাফিজুর রহমানকে (১০) উঠানে স্তব্ধ হয়ে দাড়িয়ে থাকতে দেখে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়। পর হাফিজুর জানায় সে প্রকৃতির ডাকে বাহিরে যাওয়ার পর এ ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, প্রাকৃতিক দূর্যোগে মা-ছেলে নিহত হলেও ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে নগদ ২০হাজার টাকা, কম্বল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রায়নের একটি ঘর দেওয়া হবে এবং সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
খাগড়াছড়ি
1 Min Read
Previous Articleকাপ্তাই হ্রদের মৎস্য ভান্ডার ফিরিয়ে আনা হবে মৎস্য মন্ত্রী
Next Article রামগড়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.