নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা ॥
জেলার দীঘিনালায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন। শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পৃথক পৃথক ভাবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং আঞ্চলিক সংগঠন ত্রাণ বিতরণ করেছে।
কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান জানান, ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে বন্যায় ক্ষাতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও সাথে ছিলেন। সেখানে প্রতি পরিবারকে ১০কেজি করে মোট ৪’শ পরিবারের মাঝে ৪টন চাল বিতরন করা হয়।
এর বাহিরে সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে পাবলাখালি শান্তিপুর এলাকায় ক্যাপ্টেন হাসনাইন আলভী ৪৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রতি পরিবারকে চাল, ডাল, আটা, চিনি, তেল, লবন, দিয়াশলাই, বিস্কুট ও ওরস্যালাইন দেওয়া হয়। এসময় ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন।
এছাড়া পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) বোয়ালখালি ইউনিয়নের ৭০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বাসটার্মিনাল সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বোয়ালখালি (সদর) ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমর চাকমা, স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান) ত্রিদিব রায় পোমাং ও স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল হোসেন উপস্থিত ছিলেন।