জাকির হোসেন, দীঘিনালা ॥
জেলার দীঘিনালার বোয়ালখালি পুরাতন বাজার সড়কটি যান চলাচলে অনুপযোগি হয়ে পরেছে। স্থানীয়রা জানান, বছর খানেক যাবত সড়কটির কিছুটা নাজুক অবস্থার সৃষ্টি হলেও সাম্প্রতিক বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
দীঘিনালা-মেরুং সড়কের শ্মশানপোস্ট নামক এলাকা থেকে বোয়ালখালি পুরাতন বাজার পর্যন্ত প্রায় ১কি.মি. সড়কটির এ অবস্থা। ব্যাটারি চালিত টমটম চালক আবু তালেব (৩৫) জানান, যাত্রী নিয়ে নয় শুধু টমটম নিয়েও এখন এ সড়কে আসা-যাওয়া সম্ভব নয়। সড়কের অনেক জায়গায় গর্তের সৃষ্টি হওয়ার কারনে বেশি সমস্যা হয়েছে।
সড়কটির পাশের চা-দোকানদার মো. জাহাঙ্গীর আলম জানান, বোয়ালখালি পুরাতন বাজারে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা রয়েছে। এছাড়া এ পথে হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে যায়। সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সড়কটি সংস্কার প্রয়োজন।
বোয়ালখালি ইউনিয়নের সংশ্লিষ্ট ৭নম্বর ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ দিলু জানান, সড়কটি কম দৈর্ঘের হলেও স্থানীয়দের চলাচলে খুবই গুরুত্বপূর্ন। কিন্তু সম্প্রতি বন্যার পর স্থানীয়রা এ সড়কের কারণে অনেক দুর্ভোগে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে; যত দ্রুত সংস্কার হয় এলাকাবাসির ততই মঙ্গল।
এলইজিডি’র উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাশ জানান, সাম্প্রতিক বন্যায় সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ সড়কটি সংস্কারে জরুরি ভিত্তিতে বরাদ্ধ পাওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে।