নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
শুক্রবার দীঘিনালা উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্সসূচি পালন করা হয়।
এর মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, কেক কাটা, কলেজ পড়ুয়া হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ এরশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, মোঃ সেলিম উদ্দিন, মোঃ আব্দুল রাজ্জাক, আব্দুল মোতালেব প্রমূখ।