নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা ॥
জেলার দীঘিনালায় প্রতিদিন শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। গত চার দিনে চারজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজন উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আর আক্রান্ত হওয়ার লক্ষণ অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ তাঁদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় গত মঙ্গলবার কামুক্কাছড়া এলাকার বাবুধন চাকমা (৩০)। এর পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন মধ্যবেতছড়ি এলাকার ফিরোজা বেগম (৫০) এবং রবিবার ভর্তি হয়েছেন বড়াদম এলাকার রুপনা রানী চাকমা (৩০)। আর গতকাল (সোমবার) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে যান জামতালি এলাকার জাহেদ (১৭)। এর মধ্যে ফিরোজা এবং রুপনা রানী এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
দীঘিনালা উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, দীঘিনালায় ডেঙ্গুতে আক্রান্ত প্রথম তিনজনের একজনও এলাকার বাইরে যায়নি। তাঁরা নিজ বসতবাড়িতে থেকেই আক্রান্ত হয়েছেন। আর জাহিদ ঢাকা থেকে ঘুরে এসেছে। ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি পরামর্শ দেন, দিনে ঘুমালেও মশারি টানানোর জন্য কারণ রাতে ডেঙ্গুবাহি মশা কামড়ায় না। এছাড়া জমানো পারিষ্কার পানি থেকে ডেঙ্গু মশার জন্ম তাই জমানো পানি না রাখা। আর ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রতিকারের জন্য বেশি করে পানি পান করা এবং পেঁপেঁ ও শাকসব্জি খাওয়ার পরামর্শ দেন তিনি।