নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা ॥
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাকারবারি কালে খাগড়াছড়ির দীঘিনালায় সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত বিদেশি ‘ওরিস’ ব্র্যান্ডের ১৪ হাজার প্যাকেট সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার এলাকা থেকে রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আপন দুই ভাই-মো. সেলিম (২৬) ও মো. কাশেমকে(২১) আটক করা হয়। তারা মেরুং ইউনিয়নের ছোবাহানপুর এলাকার মো. শামছুল আলমের ছেলে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।