নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৪ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা প্রচারে গ্রাম পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রত্যন্ত নয় মাইল এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
১ নং মেরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ভুবন মোহন ত্রিপুরার সভাপতিত্বে ও দীঘিনালা সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল জলিলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, অবহেলিত ও পিছিয়ে পরা পাহাড়ি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছেন। পাহাড়ের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তাকে বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নাই।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড সদস্য ঘনশ্যাম ত্রিপুরা, স্থানীয় নারী কার্বারী অঞ্জলী ত্রিপুরা ও গ্রাম প্রধান কৃষ্ণ কিশোর ত্রিপুরা প্রমূখ।