জাকির হোসেন, দীঘিনালা
জেলার দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ মে মঙ্গলবার। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলায় ৯০ হাজার ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে লড়ছেন মাত্র দুইজন। এর বাইরে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন দুইজন।
উপজেলা নির্বাচন কর্মকতার কার্যালয় সূত্রমতে, উপজেলার সর্বমোট ভোটর সংখ্যা ৯০ হাজার ১৯৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৬ হাজার ৮১জন, নারী ভোটার ৪৪হাজার ১১২জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার।
এবারের নির্বচনে চেয়ারম্যান পদে লড়ছেন আনারস প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মোহাম্মদ কাশেম। এছাড়া মোটর সাইকেল নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন ধর্মজ্যোতি চাকমা। ধর্মজ্যোতি চাকমা বর্তমানে কোন রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি জড়িত না থাকলেও একসময় অবিভক্ত পাহাড়ি ছাত্র পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

আনারস প্রতীকের প্রার্থী হাজী মোহাম্মদ কাশেম বলেন, ‘বিগত সময়ে উপজেলায় সাম্প্রদায়ীক সম্প্রীতি অক্ষুন্ন রেখে সকল সম্প্রদায় অধ্যুষিত এলাকাতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। হাসপাতাল, সড়ক, বড় বড় সেতুসহ শিক্ষা প্রতিষ্ঠঅন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মিত হয়েছে। অনেক উন্নয়ন কাজ এখনো চলমান রয়েছে। এ সরকারের উন্নয়ন কাজের ধারবাহিকতা ধরে রাখতে জনগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন সেই বিশ্বাস আমার রয়েছে। আমি বিজয়ী হতে পারলে অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গিকার করছি।’
অপরদিকে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ধর্মজ্যোতি চাকমা বলেন, ‘সাধারণ মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য নতুনদের মাঝ থেকে আমার প্রতি ভোটাররা ব্যাপক সাড়া দিচ্ছে। আশা করি পরিবর্তনের জন্যই জনগন বিশাল ভোটের ব্যাবধানে আমাকে বিজয়ী করবেন। আর আমি বিজয়ী হতে পারলে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন প্রত্যাশিদের আশা পূরণ করবো।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনশাহ লতিফুল খায়ের জানান, ২১মে দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ্য অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ্য থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।