দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) সমর্থীত হিল উমেন্স ফেডারেশনের তিন নেত্রীকে অপহরনের দাবী করা হয়েছে সংগঠনের পক্ষ্য থেকে। এ ঘটনার জন্য ‘নব্য মুখোশ বাহিনী’কে দায়ি করে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রীতা চাকমা স্বাক্ষরিত এক ইমেইল বার্তা পাঠানো হয়েছে।
অপহৃতরা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) সমর্থীত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা, একই সংগঠনের জেলা কমিটির সদস্য ক্রনিয়া চাকমা এবং উপজেলা কমিটির সদস্য লিশা চাকমা।
ইউপিডিএফ দীঘিনালা শাখার সমন্বয়ক সজীব চাকমা জানান, সাজেক এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীল নারী প্রীতিলতার ৯১তম আত্মাহুতি দিবস পালন করা হয়। সে অনুষ্ঠান শেষে শনিবার একটি মাহেন্দ্র গাড়ি যোগে তিন নেত্রী খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিড়ছিলেন। সন্ধার দিকে দীঘিনালার কবাখালি বাজার এলাকা থেকে নব্য মুখোশ বাহিনী তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক অপহরনের শিকার নারীদের দ্রুত মুক্তির দাবী জানানো হয়েছে সংগঠনের পক্ষ্য থেকে।
এব্যপারে জানতে চাইলে দীঘিনালা থানার দ্বিতীয় কর্মকর্তা মো. হাবিব খান জানান, এরকম ঘটনার খবর লোকমুখে উড়ো উড়ো শোনা যাচ্ছে; তবে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে খোঁজ নেওয়া হচ্ছে।
দীঘিনালা থেকে ইউপিডিএফের তিন নেত্রী অপহৃত !
খাগড়াছড়ি
1 Min Read
Previous Articleকাপ্তাইয়ে ভাসমান কলার হাট
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.