মাহমুদুল হাসান, বাঘাইছড়ি ॥
রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৃষ কেতু চাকমা বলেছেন, সুশৃঙ্খল রাঙামাটি আওয়ামীলীগে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু এই ষড়যন্ত্র কখনো সফলন হবে না দাবি করে তিনি বলেন, যতদিন দীপংকর তালুকদার এমপি বেঁচে থাকবেন ততদিন তিনি রাঙামাটি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে থাকবেন এবং আমরা প্রতিবারই আমরা তাঁর জয় নিশ্চিত করার জন্য কাজ করে যাবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বৃষ কেতু আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশকে আবারো পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সেই ষড়যন্ত্র সফল হয়নি। বাংলাদেশকে এগিয়ে নিতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচনের আহ্বান জানান বৃষ কেতু চাকমা।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য জাফর আলী খান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুলতান আহমেদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাচালং কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সানি দেব, যুব মহিলা লীগের সভাপতি মনিরা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য পদ্মাদেবী চাকমা।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং দেশকে বিশ্বের বুকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা শুরু করেছেন মাত্র তখনই একদল ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে ৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তারা ভেবেছিলো বঙ্গবন্ধু নিহত মানে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারে নাই জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামীলীগের জয়ের ধারা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।