বিশেষ প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে দীর্ঘ ১৫ বছর পর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে সদরের উজানীপাড়াস্থ সাঙ্গু নদীতে আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।
এসময় অন্যদের মধ্যে বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য এডভোকট আবুল কালাম, এডভোকেট উবাথোয়াই মারমা, কালে সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক থুইসিংপ্রু লুবু উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি দল অংশ নেয়। তারমধ্যে রয়েছে ৭টি নারী দলও অংশ নেয়। জেলা সদরের মহিলা ও পুরুষ মিলে ১৪৪ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিটি নৌকায় আট জন মাঝি বৈঠার তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা। এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সাঙ্গু নদীর পাড়ে ভিড় করে হাজারো মানুষ। এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে পাহাড়ি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন চলে।
আয়োজক কমিটির আহবায়ক নিনিপ্রু মারমা বলেন, যুব সমাজকে ক্রীড়ামুখী ও মাদক থেকে দূরে রাখতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন। দীর্ঘ ১৫ বছর পর এই নৌকা বাইচ অনুষ্ঠিত হলো।