দীঘিনালা প্রতিনিধি
দীঘিনালায় ইউপিডিএফ (গণতন্ত্র) এবং ইউপিডিএফ (প্রসিত) পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গতকাল (মঙ্গলবার) উপজেলার দীঘিনালা ইউনিয়নের দূর্গম পুকুরঘাট এলাকায়। নিহত সুনীল চাকমা ওরফে সুভাষ চাকমা ওরফে ত্রিদিপ চাকমা ওরফে শিমুল (২৭)। নিহত শিমুল কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্র জানায়, বিকাল ৩টার দিকে হঠাৎ গুলির শব্দে আতংক ছড়িয়ে পড়ে এলাকাবাসির মধ্যে। এর কিছুক্ষন পর একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এর পর আবারো শোনা যায় গুলির শব্দ। এক পর্যায়ে নিহতের লাশ নিজ দলের লোকেরা নিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর প্রতিপক্ষের গুলির কারণে আবারো লাশ ফেলে যায়।
ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিমুলের বাড়ি কৃপাপুর এলাকায়। ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়েছিল। কিন্তু লাশ কেন পাওয়া যায়নি তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে, ঘটনার পর পর ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেওয়া নেওয়া হয়েছিল বলেও জানান চেয়ারম্যান।
অপরদিকে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যাওয়া হয়, কিন্তু সেখানে লাশ না পেয়ে সন্ধার পর পুলিশ ফেরত আসে। তবে, ঘটনা নিয়ে কেহ অভিযোগ করলে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।