নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসার অবসরজনিত বিদায় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাপসী চাকমার বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্মেলন কক্ষে সদর উপজেলা শিক্ষা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জগদীশ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। এতে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মামুন কবির, বিদায়ী অতিথি দীপিকা খীসা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাপসী চাকমা, পিটিআইয়ের ইন্সট্রাকটর শ্যামল কুমার বড়–য়া ও উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাকটর আব্দুল হালিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কমল জ্যোতি চাকমা। পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উদ্দিন ও দক্ষিণ কুতুকছড়ি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনি পাহাড়ির সঞ্চালনায় এতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তপন চাকমা, প্রধান শিক্ষক লিপি চাকমা, প্রধান শিক্ষক সবিনয় দেওয়ান, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও পারভীন আক্তার।
বক্তারা এসময় বিদায়ী দুই কর্মকর্তার কর্মদক্ষতা স্মরণ করে বলেন, তাদের অভিজ্ঞতা দিয়ে এই জেলার শিক্ষা কার্যক্রম বেগ পেয়েছিল। তারা সবসময় শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়ে বেশ আন্তরিক ছিলেন। যেকোনও বিপদে-আপদে দুই কর্মকর্তাকে পাশে পেয়েছেন শিক্ষকরা। দুর্গম এলাকায় যাতে শিক্ষা কার্যক্রমে কোনও বেগ পেতে না হয় সেবিষয়ে সচেষ্ট ছিলেন এই দুই কর্মকর্তা। বিশেষ করে ৫০০ শিক্ষকের সার্ভিস বইয়ের কাজ সম্পন্ন করার জন্য শিক্ষকরা বিদায়ী শিক্ষা অফিসার দীপিকা খীসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরো বলেন, বিদায় অত্যন্ত আবেগের, কিন্তু একসময় সবাইকে কর্মজীবনে বিদায় জানাতে হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।