হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
বাজার পরিচালনা কমিটির অবহেলায় এবং অসচেতনতায় রাজস্থলী উপজেলার বৃহত্তম বাঙ্গালহালিয়া বাজারের আবর্জনায় স্বাস্থ্যঝুঁকিতে দুটি বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী এবং ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ধরে বাজারটির মধ্যবর্তী রাজস্থলী প্রধান সড়কের পাশে এবং বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে বাজারের সব ধরনের আবর্জনা ফেলায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এর আশপাশ। হালকা বাতাস হলেই ময়লা আবর্জনার স্তুপের পঁচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী।
দুটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন ক্লাস করার সময় সামান্য বাতাস হলেই ময়লা আবর্জনার দুর্গন্ধে শ্রেণিকক্ষে থাকা যায় না। আর বিদ্যালয়ের বাইরে গেলেও বাজারের আবর্জনার দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। দ্রুত এই আবর্জনা এখান থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা দায়িত্বে আসার পর থেকে বিভিন্নভাবে বাজারের ময়লা আবর্জনা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গার চেষ্টা করছি। কিন্তু সেইরকম কোন জায়গা আমরা পাচ্ছি না। আবর্জনা ফেলার জন্য একটি ভ্যান বা গাড়ি হলেও আমরা বাজারের ময়লা আবর্জনা দূরে ফেলতে পারতাম। কিন্তু আমরা সেটা বিভিন্ন কারণে পারছি না।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, বাঙ্গালহালিয়া বাজারের ময়লা আবর্জনা বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বাজার পরিচালনা কমিটিকে ময়লা আবর্জনা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে বলেছি। কিন্তু তারা এখনো সেটা করতে পারেনি। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
অতিসত্বর এই বাজারের ময়লা আবর্জনা এই জায়গা থেকে না সরালে এর অবস্থা আরো ভয়াবহ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।