রাঙামাটির পুলিশ লাইন হাসপাতালের পাশে পাহাড় ধস ও দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটির নির্বাচিত সংসদ সদস্য ঊষাতন তালুকদার। সোমবার দুপুরে তিনি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় তিনি বলেন, প্রকৃতিগত কারণে যেসব ক্ষতি হয়েছে সরকারের পক্ষ থেকে তা পুনরায় সংস্কার করা হবে। যেসব দেওয়াল, রাস্তাঘাট ভেঙ্গে গেছে তা দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, তিনি পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে আসার আহ্বান জানান।
জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজিয়া পারভীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নেয়াজ আহম্মেদ, জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় রতন দে।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সকলকে সর্তকাবস্থায় বসবাসের আহ্বান জানান।