জিয়াউল জিয়া
টানা বর্ষণে ও পাহাড়ী ঢলে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় দেড় শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। সেই সব দূর্গম মানুষের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলার বড়াদম এলাকায় সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়ন জীবতলী জোন ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ায়। দুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্টে কর্ণেল মোহাম্মদ সোহেল।
এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. তাওহীদ আমিন, ১০ আরই ব্যাটালিয়নের কোম্পানী উপ-অধিনায়ক মো. এনামুলক সাকিব সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, চিনি, ডাল, তেল, লবণ, আলু, বিস্কুট, স্যালাইন ও অন্যান শুকনো খাবার।
গত বুধবার থেকে বৃষ্টি না হওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলা নি¤œঞ্চাল থেকে পানি কমতে শুরু করলেও এখনো বাড়ি ফেরার পরিস্থিতি হয়নি।
বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক মিয়া বলেন, আমার ৪০ বছর বয়সে এমন পাহাড়ি ঢল দেখি নি। বাজারে সব দোকান বাড়িঘর পানিতে তলিয়ে যায়। তবে বৃহস্পতিবার থেকে পানি কমতে শুরু করেছে।
বাঘাইছড়ির আশ্রয় কেন্দ্রে অবস্থান করা মো. নাছির উদ্দিন জানান পানি কিছু কমে আসলেও বাড়ি ফেরার পরিস্থিতি হয়নি। এখনো বাড়ি ভিতরে পানি। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নিব বুঝতে পারছি না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, পানি কমে আসলেও আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি ফিরে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। তবে আর বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে যাবে মনে হচ্ছে। তিনি আরও জানান, বন্যায় এক শিশু পানি পড়ে নিখোঁজ আছে। আজ (বৃস্পতিবার) সাজেকের মাচালং এলাকায় এক অজ্ঞাত পাহাড়ি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনো নিশ্চিত না।
কৃষি বিভাগের তথ্যমতে বন্যায় আউশ, আমন, আদা ও হলুদ প্রায় ৩ হাজার ৩৮ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, জেলায় ২৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়। এতে প্রায় ৪০ হাজার মানুষ পানি বন্দি হয়েছিলো। জেলায় ৫ হাজার একশত মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। বৃষ্টি না হওয়ার কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে। পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে।