খাগড়াছড়ি প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি রিজিনের লংগদু জোনের একটি ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
শনিবার(২২ এপ্রিল) ঈদের দিন সকালে পরিদর্শনকালে তিনি সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি। এসময় সেনা প্রধান দূর্গম পাহাড়ে সেনা সদস্যদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের কথা তুলে ধরেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন,’দুর্গম এলাকায় এসে সেনা সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত। পার্বত্য অঞ্চলে সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দ্বায়িত্ব পালন করছে। পবিত্র ঈদের দিনে তাদের মাঝে আসতে পেরে, মনোবল বাড়াতে পেরে এবং ভবিষ্যতে আত্মত্যাগের মাধ্যমে দেশ সেবায় আরো উদ্বুদ্ধ করার জন্য এখানে এসেছি। আমার বিশ্বাস আমার পরিদর্শন সৈনিকদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
এর আগে সকাল ১০ টায় সেনা প্রধান লংগদু জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ।