মিশু মল্লিক ॥
রাঙামাটি পার্বত্য জেলায় এমন কিছু দুর্গম উপজেলা রয়েছে যেখানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। কোন কোন উপজেলায় রাঙামাটি সদর থেকে পৌঁছাতে সময় লেগে যায় দুইদিনেরও বেশি। এমন দুর্গম উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী এবং প্রয়োজনীয় জনবল পাঠানোর একমাত্র ভরসা হেলিকপ্টার। রাঙামাটির বিভিন্ন উপজেলায় এইরকম মোট ১৮টি কেন্দ্র রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এসব ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হবে হেলিকপ্টারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিবছরের মত এই বছরও রাঙামাটির বিভিন্ন উপজেলার দুর্গম ১৮টি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি এবং লোকবল পাঠানো হবে হেলিকপ্টারে। যেহেতু এইসব কেন্দ্র অতি দুর্গম এলাকায় অবস্থিত তাই ভোটের আগেরদিনই সরঞ্জাম এবং লোকবল পাঠিয়ে দেয়া হবে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, রাঙামাটিতে মোট ১৮টি দুর্গম (হেলিসর্টি) কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৬টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৭টি এবং বিলাইছড়ি উপজেলায় ৩টি কেন্দ্র রয়েছে। এই ১৮টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬৩৮ জন।
বাঘাইছড়ি উপজেলার ৬টি কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৪১ জন পুরুষ ও ১১৬৬ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ৫০৭ জন, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৭৭ জন পুরুষ ও ৯৬৫ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ১৪২ জন, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭৯ জন পুরুষ ও ৮৬৯ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৯৪৮ জন, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬১ জন পুরুষ ও ২২২ জন নারী ভোটার নিয়ে মোট ৫৮৩ জন, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৫৬ জন পুরুষ ও ৭২৮ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৫৮৪ জন ভোটার রয়েছেন।
বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সি.এম.পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩১২ জন পুরুষ ও ১০৩৬ জন নারী ভোটার মোট ২ হাজার ৩৪৮ জন এবং বড় হরিণা ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৩৪ জন পুরুষ এবং ৬৫৬ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৩৯০ জন ভোটার রয়েছেন।
জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নের শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬২৮ জন পুরুষ ও ৫৭১ জন নারী ভোটার সহ মোট ১ হাজার ১৯৯ জন, মৈদং ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৫২ জন পুরুষ ও ১১৫৬ জন নারী ভোটার নিয়ে মোট ২ হাজার ৪০৮ জন, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১৩ জন পুরুষ ও ৯২৮ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ৩৪১ জন, দুমদুম্যা ইউনিয়নের ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৬ জন পুরুষ ও ৪১৬ জন নারী ভোটার নিয়ে মোট ৮৬২ জন, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৫২ জন পুরুষ ও ৫৮৯ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ২৪১ জন, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪০ জন পুরুষ ও ৫৯৮ জন নারী ভোটার নিয়ে ১ হাজার ২৩৮ জন, বগাখালী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯৮ জন পুরুষ ও ৫৩৩ জন নারী ভোটার নিয়ে মোট ১ হাজার ২৩১ জন ভোটার রয়েছেন।
বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়নের রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭৭ জন পুরুষ ও ৩৫৮ জন নারী ভোটার নিয়ে মোট ৭৩৫ জন, বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৭ জন পুরুষ ও ৩৫৬ জন নারী ভোটার নিয়ে মোট ৭২৩ জন, প্রাংজাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৩ জন পুরুষ ও ৩৫৮ জন নারী ভোটার নিয়ে মোট ৭১১ জন ভোটার রয়েছেন।
এসব দুর্গম ভোটকেন্দ্রগুলোর দূরত্ব উপজেলা সদর থেকেও অনেক দূরে। কোন কোন কেন্দ্রে যাওয়ার জন্য নির্বাচনী সামগ্রী বহন করে হেলিপ্যাড থেকে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। নির্বাচনের দিন ভোটাররা কষ্ট করে পাহাড় ডিঙিয়ে এইসব কেন্দ্রে আসেন ভোট দিতে। এসব কেন্দ্রের কোন কোনটি মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে। তাই এসব কেন্দ্রের ফলাফল জানতেও বেশ বেগ পেতে হয়।
রাঙামাটির জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, অন্যান্য বিভিন্ন নির্বাচনের মতই আমরা এবারও দুর্গম বিশেষ ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের আগের দিন হেলিকপ্টারযোগে মালপত্র প্রেরণ করা হবে।
রাঙামাটি জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, যে ১৮টি হেলিসর্টি ভোটকেন্দ্র রয়েছে সেগুলোতে আমরা নির্বাচনের আগের দিন মালামাল পাঠানোর জন্য আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। এখন নির্বাচন কমিশন ইএফডির মাধ্যমে হেলিকপ্টারে মালামাল পাঠানোর ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, এসব কেন্দ্রে মালামাল পাঠানোর জন্য হেলিকপ্টারের বিকল্প নেই। সেভাবেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখন শুধু সময়টা নির্ধারণ করা হবে।
রাঙামাটি পার্বত্য জেলার একটিমাত্র সংসদীয় আসন রাঙামাটি-২৯৯ নং আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। সপ্তম বারের মত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান। রাঙামাটির ১০টি উপজেলার ২টি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৩৫৪ জন।