নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই
রাঙামাটি কাপ্তাই উপজেলার দুর্গম হরিণছড়া যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় গত শুক্রবার সাংগ্রাইয়ের জলোৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এদিন বিকেল ৪টা হতে রাত ৮টা অবধি হরিণছড়া পাড়া সংলগ্ন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একক গান ও দ্বৈত গান পরিবেশিত হয়। এর আগে এদিন সকালে সাংগ্রাই জলকেলি অনুষ্ঠিত হয়।
১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলকেলি উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন।
এসময় সাবেক মেম্বার সুইপ্রæ মারমা, ২নং ওয়ার্ড মেম্বার অংসাচিং মারমাসহ বিভিন্ন এলাকা হতে মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যাসহ কাপ্তাই ইউনিয়ন হতে বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিনে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১৯নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা। এসময় তিনি মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির ধরে রাখতে আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিমে সকলকে যুক্ত হবার অনুরোধ জানান।