জিয়াউল জিয়া ও শুভ্র মিশু
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে বিদেশে বসে পতন হওয়া সরকারের লোকজন ষড়যন্ত্র করতে পারে, সেজন্য সকলকে সচেতন হতে হবে। যাতে সুন্দর, সুষ্ঠুভাবে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা নিয়ে সনাতনী সম্প্রদায়ের পাশে যাতে বিএনপির নেতৃবৃন্দ থাকে, সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। পূজামন্ডপ কমিটির সাথে বিএনপির পূজা মনিটরিং কমিটির সমন্বয় করা যেতে পারে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সাথে কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এই কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের এনেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক সাংসদ মনি স্বপন দেওয়ান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে, জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের সভাপতি স্বপন মহাজন, শংকর মিশন রাঙামাটির উপদেষ্টা দিলীপ নন্দী, গীতাশ্রম মন্দিরের সহ-সভাপতি রাজু প্রসাদ দে, জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলার সভাপতি দেবব্রত চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সনাতনী নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজার পূর্বে যেভাবে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হামলা হচ্ছে, এতে সনাতনীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। আতঙ্ক নিয়ে উৎসব পালন করা যায় না। পূজা যাতে নির্বিঘœ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য সকলের সহযোগিতার আহŸান জানান তাঁরা।
সভায় সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, একটি স্বৈরাচার সরকারের পতনের পর চট করে প্রশাসন নিরপেক্ষ করা এত সহজ নয়। যাদের দেশপ্রেম আছে, তারা সাময়িক সময়ের জন্য সরকারের দায়িত্ব নিয়েছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। প্রশাসন এখনো শক্ত অবস্থানে যেতে পারেনি। যার উদাহরণ গত ২০সেপ্টেম্বরের রাঙামাটির সাম্প্রদায়িক ঘটনা। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ আয়োজন করতে পারে সেজন্য আমাদের দল এগিয়ে এসেছে, আমরা এগিয়ে এসেছি।
কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমাদের সজাগ থাকতে হবে। যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়।