পানছড়ি প্রতিনিধি
বুধবার থেকে শুরু হবে দূর্গাপূজা। আর এবারের পূজায় ৩ বিজিবির পক্ষ থেকে পানছড়িতে সর্বোচ্চ নিরাপত্তা বহাল থাকবে। এমনটাই জানালেন, বিজিবির খাগড়াছড়ি সদর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।মঙ্গলবার দুপুরে পানছড়ি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন চলাকালে এসব কথা বলেন তিনি।
বিজিবির সেক্টর কমান্ডার বলেন, পানছড়ি উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এবং বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। এছাড়াও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শকালে পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত-বিনিময় করে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।
বিজিবির এমন সহযোগিতার কথায় মনের তৃপ্তি প্রকাশ করে পূজা কমিটির প্রত্যেকেই। তাঁরা জানায়, বিজিবির এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া।