কাপ্তাই প্রতিনিধি
গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। মঙ্গলবার (৮ আগষ্ট) তিনি উপজেলার চন্দ্রঘোনা, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় সরজমিনে গিয়ে টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে চলে আসতে বিভিন্ন প্রচার প্রচারনা চালিয়েছেন।
এসময় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন,কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।