জিয়াউল জিয়া
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রাঙামাটি একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানকার নি¤œ আয়ের মানুষ অল্প টাকায় থাকার জন্য পাহাড়ের পাদদেশে বাড়িঘর বানিয়ে বসবাস করছে। বর্ষা মৌসুমে তারা সবচেয়ে ঝুঁকিতে থাকে। কিন্তু সেই সব মানুষ দুর্যোগ সম্বন্ধে পূর্ব প্রস্তুতি না জানার কারনে ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে।
বক্তারা আরও বলেন, ২০১৭ সালের রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি ও ঘরবাড়ি, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ সম্বন্ধে পূর্বপ্রস্তুতি ও দুর্যোগ বিষয়গুলো মাথায় রেখে সতর্কতা অবলম্বন করলে হয়তো এতো ব্যাপক প্রাণহানি রোধ করা সম্ভব হতো। মানুষ বিপর্যয়ের কথা চিন্তা না করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এতে দুর্যোগে ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে।
পাহাড়ে থাকতে হলে নিয়ম মেনে থাকতে হবে। পাহাড় কেটে পরিবেশ নষ্ট করে কাউকে বসবাস করতে দেওয়া হবে না। দুর্যোগে প্রশমনে সচেতনতার বিকল্প নেই বলে জানান বক্তারা।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়কি সচেতন করতে মহড়ার আয়োজন করা হয়।