বিস্কুট খেলা, দড়ি খেলা, মোরগ লড়াই কিংবা দড়ি টানাটানি, সবই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধূলা। এর মধ্যে ক্রমেই হারাতে বসেছে কোন কোনটি। আর এসব প্রায় হারিয়ে যেতে বসা, খেলার মাধ্যমে শিশুদের বিনোদন দিতে খাগড়াছড়ির প্রত্যন্ত বেতছড়ি গ্রামে মঙ্গলবার দিনব্যাপি অনুষ্ঠিত হলো প্রতিযোগিতা আর পুরষ্কার বিতরণ। উন্নয়ন প্রতিষ্ঠান ‘কারিতাস’ পরিচালিত বঞ্চিত শিশুদের শিক্ষাকেন্দ্র ‘আলোঘর’-র উদ্যোগে ভূয়াছড়িমুখ, ইটছড়ি এবং বেতছড়ি’র শতাধিক শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগিতার শুরুতে স্বাধীনতার শহীদদের সন্মানে গাওয়া হয়, সম্মিলিত জাতীয় সংগীত।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন।
এর আগে কারিতাস ‘আলোঘর’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মিল্টন বিশ্বাস’র সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থোয়াইঅং মারমা, চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিনিধি প্রদীপ চৌধুরী ও কারিতাস কর্মকর্তা পল ত্রিপুরা বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় আশ-পাশের কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কারিতাস ‘আলোঘর’ প্রকল্পের মাধ্যমে তিন পার্বত্য জেলার অনগ্রসর ও দরিদ্র এলাকায় ২’শ ৮০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে।
দূরগ্রামে ঐতিহ্যবাহী খেলাধূলার জমাট আসর
খাগড়াছড়ি
1 Min Read
Previous Articleবিজয় দিবস পালন করলো রাঙামাটি সনাক
Next Article বছরের প্রথম দিনই বই পাবে রাঙামাটির শিক্ষার্থীরা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.