সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙ্গামাটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সনাক ও সনাকের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস), ইয়েস ফ্রেন্ডস্ গ্র“প ও স্বজন এর উপস্থিতিতে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে রাঙ্গামাটি সদরের মাধ্যমিক স্কুলের ছাত্র ও ছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল “দুর্নীতি”। প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি বালিকা বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালক বিদ্যালয়, রাণী দয়াময়ী স্কুল, লেকার্স পাবলিক স্কুল, মোনঘর আবাসিক স্কুল, ওমদামিয়া হিল পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আঃ আলী একাডেমী স্কুলের ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর আগে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য অমলেন্দু হাওলাদার এবং সনাক ও স্বজনের অন্যান্য সদস্যবৃন্দ। আরো বক্তব্য প্রদান করেন মোনঘর আবাসিক বিদ্যালয়ের শিক্ষক আনন্দ মিত্র চাকমা। এছাড়াও বিভিন্ন অভিভাবকগণ উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। উক্ত প্রতিযোগিতা কার্যক্রমে সহযোগিতা করে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।
একই দিনে একই স্থানে “জাতীয় স্বার্থে দুর্নীতি থামান – এখনই” এ শ্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ও সমমনা প্রতিষ্ঠানের সাথে টিআইবি ও সনাকের এনজিও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি মোহম্মদ আলী। বক্তব্যে তিনি রাঙ্গামাটি সনাকের কার্যক্রম উল্লেখ করে বলেন, সনাক বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য ক্ষেত্রে রাঙ্গামাটি সদর হাসপাতাল এবং স্থানীয় পৌরসভা এই তিনটি সেক্টর নিয়ে কাজ করছে। সাফল্যের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন ঝগড়াবিল স্কুল আগে ছিল “সি” গ্রেডের কিস্তু সনাক এর চেষ্টায় বর্তমানে স্কুলটি “এ” গ্রেডে উন্নীত পর্যায়ে, রাঙামাটি পৌরসভার মেয়র প্রতি অর্থবছরে জনগনের সামনে উন্মুক্ত বাজেট প্রকাশ করছে সনাকের সহযোগিতায় এবং সদর হাসপাতালের সেবার মান বাড়াতে সনাক এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনজিও নেটওয়ার্কিং সভায় স্থানীয় এবং জাতীয় প্রায় ১২ টি সংস্থার নির্বাহী পরিচালক, পরিচালক এবং প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় উপস্থিত সকলেই একমত পোষণ করে বলেন, এনজিওদের মিলিত শক্তি অনেক। তাদের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানো সম্ভব। শুধুমাত্র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করা নয় বিভিন্ন কর্মসূচী ও দিবস উদযাপনের জন্য নেটওয়ার্কটি প্রয়োজন। রাঙামাটি সনাক ও টিআইবি কর্তৃক আয়োজিত এনজিও নেটওয়ার্কিং সভায় সনাকের সভাপতি নিরূপা দেওয়ান সভাপতিত্ব করেন। এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য চাঁদ রায়, অমলেন্দু হাওলাদার, হরিকিশোর চাকমা, স্বজন সদস্য গৈরিকা চাকমা. শামীম আরা বেগম, বীণা প্রভা চাকমা এবং মুজিবুল হক বুলবুল, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।