ইয়াছিন রানা সোহেল॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না এবং আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকারীরা আজো সক্রিয় রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। সকলকে এই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, শিক্ষা ও মানবকল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইদুল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, সদস্য মোঃ আবু তৈয়ব। অন্ষ্ঠুান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। দীপংকর তালুকদার এমপি বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে যার যা আছে তা’ই নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু। নির্দেশ দেন বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার। বাংলার জনগণ তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল।
তিনি বলেন, বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে সেজন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। কিন্তু জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ বিধস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল অল্প সময়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে দেশ বিরোধীরা আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ১৫আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। তিনি বলেন ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখতে আমাদের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।