ইয়াছিন রানা সোহেল
আগামী নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অবনতি ঘটনার জন্য কোন কোন মহল চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, এসব অপতৎপরতা যাতে কেউ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আগামী সংসদ নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় এর জন্য সবাইকে সচেতন থেকে কাজ করার আহবান জানান তিনি। সোমবার (২৫ সেপ্টেস্বর) দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইন্সটিটিউট মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, শান্তি চুক্তির পরে আনসার, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সাথে একসাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আনসার বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাহাড়ের শান্তি বজায় থাকলে এখানকার উন্নয়ন অব্যাহত থাকবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, দেশের স্বার্থে রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার বাহিনী অবদান রয়েছে। এছাড়াও আনসার বাহিনী সদস্যদের সামরিক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ড্রাইভিংসহ নানা রকম সাবলম্বীমূলক প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আনসার বাহিনীর সকলকে আহবান জানান তিনি। সমাবেশ শেষে সকল উপজেলা দলনেতাদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক, পুরুষ সদস্যদেরকে বাই সাইকেল ও মহিলা সদস্যকে টি শার্ট প্রদান করা হয়। সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
‘দেশের স্বার্থে রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার বাহিনীর অবদান রয়েছে’
রাঙামাটি
2 Mins Read
Previous Articleরাঙামাটির শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোমিনুল হক
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.